রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

ছবি : বণিক বার্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘এ’ ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা চার হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে এক লাখ ৭৬ হাজার ৩০০টি আবেদন জমা হয়েছে। ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার (২৯ মে) বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন