‘‌নির্মাতাদের দায়িত্ব নতুন ধারার সঙ্গে নিজেকে একাত্ম করা’

ফিচার ডেস্ক

সম্প্রতি আইফা কমল হাসানকে দিল বিশেষ সম্মাননা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদান রাখার জন্য এ সম্মাননা দেয়া হয়। কমল হাসান পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। সিঙ্গেল স্ক্রিন যুগের এ তারকা মাল্টিপ্লেক্স পার করে ওটিটির যুগেও নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন। বিশ্বব্যাপী ওটিটির উত্থান, জনপ্রিয়তা ও সম্ভাবনা তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন। এ নিয়ে আইফার পুরস্কার বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি জানান, বিষয়টি যখন বুঝতে পারেন তখন ইন্ডাস্ট্রি তার সঙ্গে একমত হয়নি।

ওটিটি নিয়ে প্রশ্ন করা হলে কমল হাসান বলেন, ‘‌যখন ব্যাপারটা শুরু হলো, তা অন্যদের আগেই আমি বুঝেছিলাম কী হতে যাচ্ছে। আমি সবাইকে বলেছিলাম এর সঙ্গে একাত্ম হওয়া প্রয়োজন। ইন্ডাস্ট্রির কেউ তখন আমার সঙ্গে একমত হয়নি। তবে এখন সবাই আমার সঙ্গে একমত। ভারতের দর্শকরা আন্তর্জাতিক সিনেমার স্বাদ পাচ্ছে।’

কমল হাসান মূলত দক্ষিণের নায়ক। কিন্তু তামিলনাড়ুতেই তিনি আটকে থাকেননি। বহুদিন ধরে তিনি পুরো ভারতে জনপ্রিয়। উত্তর ও দক্ষিণের মধ্যকার বাধা পার করেছেন সফলভাবে। সিনেমা হলের যুগ পার করে এ দ্রুতগতির সময়ে এসে নিজেকে রেখেছেন প্রাসঙ্গিক। এ সম্পর্কে তিনি বলেন, ‘‌আমি সিনেমার পাগল। আমি নিজে যে ধরনের সিনেমা দেখতে চাই, সবসময় সে ধরনের সিনেমা নির্মাণ করেছি বা তাতে অভিনয় করেছি। হয়তো কখনো প্রযোজনা করেছি কিন্তু অভিনয় করিনি। কিংবা পরিচালনা করেছি এবং এখনো তা-ই করছি।’

সিনেমার সঙ্গে থাকার কারণেই এর পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন কমল হাসান। পরিবর্তন হয়েছে সিনেমার ধারা, গল্প বলার ধরন এবং উন্নত হয়েছে প্রযুক্তি। এ নিয়ে তিনি বলেন, ‘‌সিনেমার চিত্রটি বদলে গেছে। নতুন ধারার প্রযুক্তি এসেছে, বদলেছে গল্প বলার ধরন। নির্মাতাদের দায়িত্ব নতুন ধারার সঙ্গে নিজেকে একাত্ম করা। নাহলে সিনেমা এগোবে না। আপনি সাহিত্যে স্নাতকোত্তর হতে পারেন কিন্তু সাহিত্যের সঙ্গে নিজেকে যুক্ত না করলে কেবলই একজন ডিগ্রিধারী হয়ে থাকবেন।’ কমল হাসান নিজে প্রতিনিয়ত সময়ের সঙ্গে তাল মেলাচ্ছেন। বিক্রমের পর তার হাতে রয়েছে শংকরের ‘‌ইন্ডিয়ান টু’। তার সঙ্গে অভিনয় করবেন রাকুল প্রিত সিং ও কাজল আগারওয়াল।

সূত্র ও ছবি: আউটলুক ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন