দাম বেড়েছে জাপানি রাবারের

বণিক বার্তা ডেস্ক

ভবিষ্যৎ সরবরাহ বাজারে বেড়েছে জাপানি রাবারের দাম। মার্কিন ঋণসীমা নীতির স্থগিতকরণ ও এশিয়ার ঊর্ধ্বমুখী বাজার প্রভাবক হিসেবে কাজ করেছে। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) নভেম্বরে সরবরাহের জন্য রাবারের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি কেজি দাঁড়িয়েছে ২১০ ইয়েনে। বিপরীতে সাংহাই এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরে সরবরাহের জন্য দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ১১ হাজার ৯২০ ইয়েনে। খবর রয়টার্স। 

মহামারী-পরবর্তীতে বেড়েছে চীনের অর্থনৈতিক কার্যক্রম। যদিও শিল্প-কারখানায় মুনাফা চলতি বছরের প্রথম চার মাসে প্রত্যাশার তুলনায় কম ছিল, চাহিদা কমে যাওয়ায় কোম্পানিগুলো যথেষ্ট চাপে। বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে চাহিদার নিম্নসূচক।

এশীয় বাজারে শেয়ারদর ও মার্কিন বাজারে ভবিষ্যৎ সরবরাহের সূচক ঊর্ধ্বমুখী হওয়ার প্রভাব পড়েছে রফতানিনির্ভর দেশের অর্থনীতিতে। প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান কেভিন ম্যাককার্থির ঋণসীমা স্থগিত করায় অবসান ঘটেছে মাসব্যাপী অচলাবস্থা ও বিনিয়োগকারীদের ক্ষোভের। এদিকে সাংহাই এক্সচেঞ্জের পর্যবেক্ষণে থাকা গুদামে দাম কমেছে দশমিক ৯ শতাংশ।

বিশ্লেষকদের আশঙ্কা অনুযায়ী, রাবার উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে থাইল্যান্ডে। দেশটি রাবারের প্রধান রফতানিকারক হলেও চলতি মৌসুমে বর্ষাকাল বাধা হয়ে দাঁড়াবে। জাতীয় পানি নিয়ন্ত্রণ কেন্দ্র (এনডব্লিওসিসি) বন্যার পূর্বাভাস দিয়েছে বেশ কয়েকটি অঞ্চলে। সিঙ্গাপুর এক্সচেঞ্জে (এসআইসিওএম) জুনে সরবরাহ বাজারে মূল্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ ডলার ৬ সেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন