
দারুণ এক ফোরহ্যান্ডে ম্যাচের সমাপ্তি
টানলেন নোভাক জোকোভিচ। টাই ব্রেকে গড়িয়েছিল তৃতীয় সেট। যদিও সেই টাই ব্রেকে
কর্তৃত্ব করে সার্বিয়ান তারকা জিতলেন ৭-১ ব্যবধানে। সব মিলে আজ সোমবার রোলাঁ
গারোঁয় ৬-৩, ৬-২, ৭-৬ (৭/১) গেমের ব্যবধানে যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার
কোভাসেভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ২২ বারের গ্র্যান্ড
স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ।
এবার ফ্রেঞ্চ ওপেন খেলছেন না রেকর্ড ১৪
বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তিনি চোটের কারণে অংশ নিচ্ছেন না। তার
অনুপস্থিতিতে হট ফেভারিট জোকোভিচ। এই আসরে তিনি শুভসূচনাই করলেন।
আমেরিকান তারকা স্লোয়ান স্টিফেনস ছন্দ
খুঁজে পেয়েছেন। আজ চেক খেলোয়াড় ১৬তম বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-০, ৬-৪ গেমে
হারিয়েছেন তিনি। এবার ওয়াইল্ডকার্ড নিয়ে খেলা ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে
৭-৫, ৬-১ গেমে হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কাইলা ডে।