
ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ছিল রোববার। যদিও আহমেদাবাদের নরেন্দ্র মোদি
স্টেডিয়ামে সেদিন ফাইনাল হতে দেয়নি বেরসিক বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ গড়ায়
আজ সোমবারের রিজার্ভ ডেতে। এই ম্যাচে টম জিতে বোলিং বেছে নেন চেন্নাই অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাইয়ের
অধিনায়ক হিসেবে ধোনি পঞ্চম ও গুজরাট অধিনায়ক হিসেবে পান্ডিয়া দ্বিতীয় শিরোপা জয়ের
আশায় খেলতে নেমেছেন। উল্লেখ্য, আইপিএলে ১৪ বার অংশ নিয়ে দশবারই ফাইনাল খেলছে ধোনির
চেন্নাই।
আইপিএলে সর্বোচ্চ
পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সফলতম দল নিশ্চিতভাবেই চেন্নাই। এন
শ্রীনিবাসনের দলটি ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে শিরোপা জিতেছে। এছাড়া ফাইনালে
হেরেছে পাঁচবার! আইপিএলের ১৬ আসরের মধ্যে দুটিতে তারা অংশ নেয়নি নিষিদ্ধ থাকায়।
আইপিএলে সর্বোচ্চ
পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই। এছাড়া একবার রানার্সআপ নিতা আম্বানির দল। কলকাতা
নাইট রাইডার্স শিরোপা জিতেছে দুবার। এছাড়া একবার করে শিরোপা জিতেছে রাজস্থান
রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও ডেকান চার্জার্স (বিলুপ্ত)।
প্রথম কোয়ালিফায়ার
গুজরাটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে
ফাইনালে ওঠে হার্দিক পান্ডিয়ার দল। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে আজ প্রতিশোধ নেয়ার
সুযোগ। গতবার অভিষেক আসরেই ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নেয়
হার্দিকের গুজরাট।