
কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন
নিয়ে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনারের কার্যালয়ে যাওয়া ৪ আইনজীবীর পরিচয়
যাচাইয়ের পর আবেদনটি গ্রহণ করেছে পুলিশ। সোমবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় আবেদন গ্রহণের পর ওই চার আইনজীবী ডিএমপি সদর দপ্তর ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আগামী ৫ জুন বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে
বিক্ষোভ সমাবেশ করতে চায় জামায়াত। সেই কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে ই-মেইলেও আবেদন পাঠিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী
দক্ষিণের অফিস সেক্রেটারি মোবারক হোসাইন।
জামায়াত নেতারা অভিযোগ করেন,
এদিন বেলা ৪টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান, গোলাম রহমান ভুইয়া, আব্দুল
বাতেন ও জালাল উদ্দীন ভুইয়া ডিএমপি কমিশনারের দপ্তরে গেলে তাদের আটক করে রমনা থানায়
সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা
হলে ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার সালমান ফারসি জানান, আটক নয়, বিক্ষোভ কর্মসূচির
অনুমতির আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। যাচাই করার পর আবেদন
জমা রেখে ওই চারজনকে সন্ধ্যা ৬টার দিকে ছেড়ে
দেয়া হয়।
এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার
(অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে।
যারা এসেছিলেন, তারা কোনো মামলার আসামি কিনা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে
কিনা, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের আবেদন রেখে দেয়া হয়। এরপর তারা
চলে যান।