জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান

ক্রীড়া ডেস্ক

হেডে এসি মিলানের জয়সূচক গোল করেন জিরু। ছবি: এপি

ইতালিয়ান সিরি-এ লিগে রোববার জুভেন্টাসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে দেয় এসি মিলান। অলিভিয়ার জিরুর করা একমাত্র গোলে পাওয়া এই জয়টি এসি মিলানকে এনে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট।

ম্যাচের ৪০ মিনিটে দাভিদে কালাবরিয়ার ক্রস থেকে হেডে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। চলতি মৌসুমে ১২ গোল করলেন জিরু। এর মধ্যে তার রোববারের গোলটি মহামূল্যবান। এই গোলে ভর করেই ইউরোপের শীর্ষ লিগে খেলার টিকিট নিশ্চিত হলো রোজেনারিদের। উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে হেরেছে এসি মিলান।

এ নিয়ে ৫০ বছরের মধ্যে মাত্র তৃতীয়বার জুভেন্টাসকে হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই হারাল এসি মিলান। তাদের কাছে এ রাতে হেরে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশা শেষ হয়ে যায় জুভেন্টাসের, দলবেদলে অনিয়ম করায় গত সপ্তাহে যাদের ১০ পয়েন্ট কর্তন করেছে ইতালির লিগ কর্তৃপক্ষ।

৩৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সিরি-এ লিগ টেবিলে চতুর্থ স্থানে এসি মিলান। টেবিলের শীর্ষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে নাপোলি (৮৭), ল্যাৎসিও (৭১) ও ইন্টার মিলান (৬৯)।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন