গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে —মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সময়ে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।’ গতকাল রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন। 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী সরকার এখন দিশাহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তর করেছে সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে এসব গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। তাকে গ্রেফতারের ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাই।’

সাম্প্রতিক সময়ের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘রিসেন্ট ঘটনাগুলো থেকে বলছি, খুলনায় যা করেছে, রাজবাড়ীতে যা করেছে, নেত্রকোনায় যা করেছে, পটুয়াখালীতে যা করেছে, এর কারণ একটাই। তারা (আওয়ামী লীগ) দেখে যে এ প্রতিবাদ বন্ধ করতে হলে সন্ত্রাসই একমাত্র পথ। এ সন্ত্রাস সৃষ্টি করে জনগণের যে দাবি সেই দাবিকে তারা থামিয়ে দিতে চায়।’

এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য আমরা বিএনপির পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনকে আহ্বান জানিয়েছি যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য।’

এদিকে জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বেলা ২টায় রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন