চার মাসে তুরস্কে পর্যটক এসেছে ৯৫ লাখ

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম চার মাসে তুরস্কে পর্যটক এসেছে ৯৫ লাখ। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় বলছে, জানুয়ারি-এপ্রিলে তুরস্কে বিদেশী পর্যটক আগমন বছরওয়ারি ২৭ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। দেশটিতে আসা মোট পর্যটকের অর্ধেকেই এসেছে তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলে। চার মাসে ইউরোপের অন্যতম এ পর্যটন আকর্ষণ কেন্দ্রে ৪৭ লাখ ৭০ হাজার পর্যটক এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ লাখ পর্যটক এসেছে ভূমধ্যসাগরীয় রিসোর্ট নগরী আন্তালিয়ায়। এছাড়া বুলগেরিয়া ও গ্রিস সীমান্তবর্তী শহর এডিরনেতে এসেছে ১১ লাখ পর্যটক। 

জাতীয়তার দিক থেকে সর্বোচ্চ পর্যটক এসেছে রাশিয়া থেকে। প্রথম চার মাসে প্রায় ১১ লাখ ৫০ হাজার রুশ পর্যটক এসেছে তুরস্কে। গত এপ্রিলেই তুরস্কে ৩৩ লাখ পর্যটক এসেছে, যা ২০২২ সালের একই মাসের চেয়ে ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন