ইউজিসি চেয়ারম্যানকে এডাস্ট চেয়ারম্যানের অভিনন্দন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পাওয়া বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এডাস্ট) কর্তৃপক্ষ। আজ রোববার ( ২৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে প্রতিষ্ঠানটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার ও ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ইউজিসি চেয়ারম্যানকে এ ফুলেল শুভেচ্ছা জানান। 

সৌজন্য সাক্ষাতে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম ইউজিসি চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, ট্রেজারার এ. কে. এম. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। এর আগে সকাল ১১টার দিকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ড. কাজী শহীদুল্লাহ। গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান পদে আরেক মেয়াদে নিয়োগ পান বর্তমান চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত ড. কাজী শহীদুল্লাহ।- বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন