বরিশাল সিটি নির্বাচন

কাউন্সিলর পদে লড়ছেন বিএনপির ১৯ নেতা

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

দলের কঠোর সতর্কবার্তা বরিশাল সিটি নির্বাচনে বিএনপি নেতাদের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে পারেনি। বহিষ্কারের হুমকি উপেক্ষা করে ১৪টি ওয়ার্ডে বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের ১৯ জন নেতা প্রার্থিতায় রয়ে গেছেন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে মহানগর বিএনপির তিনজন যুগ্ম আহ্বায়ক পাঁচ সদস্য রয়েছেন। অন্যরা অঙ্গসংগঠন এবং ওয়ার্ড বিএনপির বর্তমান সাবেক নেতা।

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ২৪ জন মনোয়নপত্র দাখিল করেছিলেন। দলের প্রার্থীদের মনোনয়পত্র প্রত্যাহারের জন্য নানামুখী তৎপরতা চালান বিএনপি নেতারা। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বহিষ্কারের হুমকি বার্তা পেয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মাত্র পাঁচজন।

কাউন্সিলর পদে প্রার্থিতায় থেকে যাওয়া বিএনপি নেতারা হলেন নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ হাবিবুর রহমান ফারুক, নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য সেলিম হাওলাদার, নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মহানগর যুবদলের সহসভাপতি হুমায়ুন কবীর লিংকু, ১৫ নম্বরে ওয়ার্ড বিএনপি সদস্য সিদ্দিকুর রহমান, ১৮ নম্বরে পদত্যাগকারী ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ জাবির, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মো. শাহিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক ইসলাম, ১৯ নম্বরে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম আমিন, ২২ নম্বরে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ শিল্পী, ২৪ নম্বরে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহমেদ, ২৬ নম্বরে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, ২৮ নম্বরে মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, সংরক্ষিত নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, নম্বরে মহাগরের সদস্য সেলিনা বেগম, ১০ নম্বরে মহাগরের সদস্য রাশিদা পারভীন এবং নম্বরে মাজিদা বোরহান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন