
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অব দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন। পুরস্কার প্রাপ্তির পর আলী রেজা ইফতেখার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমি মনে করি, সিইও অব দ্য ইয়ার পুরস্কারটির মূল দাবিদার টিম ইবিএল। আমি বিজয়ী টিমের একজন সদস্য মাত্র। সব গ্রাহক পার্টনার এবং স্টেকহোল্ডারদের তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।’ আলী রেজা ইফতেখার ৩৭ বছর ধরে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত। ২০০৭ সাল থেকে তিনি ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন।