বিএসসির আয় ও মুনাফা দুটোই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আয় ও মুনাফা চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে কোম্পানিটির আয় ১০ শতাংশ ও নিট মুনাফা ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিএসসির আয় হয়েছে ৩৬৯ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৩৫ কোটি ৯২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯০ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৬ কোটি ৭৬ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৫৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ১ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন