মাল্টিপ্লেয়ার গেমিং সুবিধা যুক্ত করবে বিএমডব্লিউ

বণিক বার্তা ডেস্ক

গাড়িতে ভ্রমণ যেন আগের তুলনায় আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে সে চেষ্টাই চালাচ্ছে জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএমডব্লিউ। সম্প্রতি একটি পেটেন্টের আবেদন করেছে ব্র্যান্ডটি, সেখানে দেখা গেছে, বিএমডব্লিউ মালিকরা গাড়িগুলোকে টেসলার মতো যথার্থ গেমিং রুমে পরিণত করতে চায়। খবর গিজমোচায়না। 

বিএমডব্লিউর নতুন প্যাটেন্টের প্রতিশ্রুতিটি খুবই সাধারণ এবং সাহসী। এটি গাড়ির ভেতরে সিঙ্গেল ও মাল্টিপ্লেয়ার গেমিংয়ের সুযোগ দেবে। ‘‌সিনেমা রুম’ ফিচারের আদলেই এসব আবিষ্কারের ভাবনা এসেছে, যা বিএমডব্লিউর আই৭ সিরিজে প্রথম সামনে আনা হয়। বর্তমানে বিএমডব্লিউ চেষ্টা করছে গাড়ির ইন্টেরিয়র পুরোপুরি গেমিং হাব হিসেবে সাজিয়ে তুলতে। গত সপ্তাহে যে পেটেন্ট আবেদন করা হয়েছে সেখানে ইঙ্গিত দেয়া হয়েছে যেন গাড়িটি একটি মিনি ইন-কার গেমিং কনসোল হিসেবে গড়ে ওঠে। তবে পথে চালকদের মনোযোগে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য এ কনসোল শুধু যাত্রীদের রিয়ার সিটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন