দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রথম মেয়াদ শেষের দিনেই নিয়োগ পেলেন তিনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ এর ৪(১)(এ) ও ৪(৩) ধারা অনুযায়ী সরকার কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করেছে। চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছরের। তিনি বর্তমানে যে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাচ্ছেন দ্বিতীয় মেয়াদে একই সুবিধা পাবেন। এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন