পুষ্টিকর খাবারের যে দাম, কীভাবে খাব?

মুন্নি (৩০), জলঢাকা, নীলফামারী

সরকার আমাদের ভাতা দিচ্ছে, এজন্য সরকারকে ধন্যবাদ। ভাতা নেয়ার জন্য অনলাইনে আবেদনের সিস্টেম করে দিয়েছে। কোনো ঝামেলা ছাড়াই ভাতা পাওয়া যাচ্ছে। সরকারকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।

 কিন্তু জিনিসপত্রের যে দাম বেড়েছে, তাতে টাকার পরিমাণটা আরেকটু বাড়লে ভালো হতো। সরকার ভাতা দেয়া শুরু করেছে জানুয়ারিতে। তখন যারা গর্ভবতী ছিল তাদের সবারই বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর বাচ্চা লালন-পালন করতে মায়ের তো পুষ্টিকর খাবার দরকার আছে। তাই না? কিন্তু পুষ্টিকর খাবারের যে দাম, কীভাবে খাব বলেন?

 এক হালি ডিমের দাম ৪৮ টাকা, দুধের কেজি ৭০ টাকা। কীভাবে খাব?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন