
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টকে ৮১ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হলো মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার রাতে চেন্নাইয়ের চিপকে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৮২ রান তোলে মুম্বাই। রান তাড়া করতে নেমে লখনউ ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুললেও পরের ৩২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়। ক্রুনাল পান্ডিয়ার দল ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায়। এ নিয়ে টানা দ্বিতীয়বার এলিমিনেটর পর্বে বিদায় ঘটল তাদের।
৩৮ রানের মধ্যে রোহিত শর্মা ও ইশান কিশানের উইকেট হারিয়ে বিপর্যয়ের ইঙ্গিত দেয় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। যদিও এরপর দলগত প্রচেষ্টায় বড় সংগ্রহ পেয়ে যায় তারা। ক্যামেরন গ্রিন (২৩ বলে ৪১), সূর্যকুমার যাদব (২০ বলে ৩৩), তিলক ভার্মা (২২ বলে ২৬) ও নেহাল ওয়াধেরার (১২ বলে ২৩) ব্যাটে ভর করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় রোহিত শর্মার দল। আফগান পেসার নবীন উল হক ৪টি ও ভারতীয় পেসার যশ ঠাকুর ৩টি উইকেট নেন।
বড় টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে প্রেরক মানকাড় ও কাইল মায়ার্সকে হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। বিপদের সময় অজি তারকা মার্কাস স্টয়নিস (২৭ বলে ৪০) ছাড়া আর কেউই জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় অর্ধে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে লখনউ ১০১ রানে গুটিয়ে যায়। আকাশ মাধবল ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন। লখনউয়ের পতন হওয়া শেষ ৮ উইকেটের ৪টিই নেন মাধবল।
এর আগে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বাই। ওই ম্যাচের বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট। ২৮ মে রোববার আহমেদাবাদে ফাইনাল।