দশমবারের মতো আইপিএল ফাইনালে চেন্নাই

ক্রীড়া ডেস্ক

রেকর্ড দশমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে নাম লেখাল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার রাতে চেন্নাইয়ের চিপকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলের ১৬ আসরে অংশ নিয়ে দশবারই ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল হলুদ জার্সিধারীরা। আইপিএলে চেন্নাই চারবারের চ্যাম্পিয়ন। সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

 

আগে ব্যাটিং করে উইকেটে ১৭২ রান তোলে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় ৪৪ বলে ৬০ ডেভন কনওয়ে ৩৪ বলে ৪০ রান করেন। মোহাম্মদ শামি ২৮ রানে দুটি উইকেট নেন। জবাবে টাইটান্স ২০ ওভারে ১৫৭ রান তুলে অলআউট হয়। শুভমান গিল ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। রশিদ খান করেন ১৬ বলে ৩০ রান। গুজরাট তাদের আইপিএল ইতিহাসে এবারই প্রথম ইনিংসে অলআউট হলো। 

 

আজ একই মাঠে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স লখনউ সুপার জায়ান্ট। এই ম্যাচের বিজয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে গুজরাটের বিপক্ষে। সেই ম্যাচের বিজয়ী পাবে চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালের টিকিট। ২৮ মে আহমেদাবাদে ফাইনাল।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন