কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে ৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইকে পৃথকভাবে জানিয়েছে কোম্পানি তিনটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: ডিএসইতে ৩ মে থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৩০ পয়সা। গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৩৫ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গত রোববার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ৭২ লাখ ৮৯ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ লেনদেন ছিল ৩৯ লাখ ৭২ হাজার ২৫৩টি।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: ডিএসইতে গত ১৮ এপ্রিলের পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৫ টাকা ৫০ পয়সা। গত রোববার লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ২৮ দশমিক ৬২ শতাংশ। অবশ্য গতকাল শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আলোচ্য সময়ের মধ্যে ৯ মে কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ১৯ লাখ ৮৬ হাজার ১৭১টি শেয়ার লেনদেন হয়েছে। 

জুট স্পিনার্স: ডিএসইতে ৩ মে থেকে কোম্পানিটির শেয়ারদরও ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ২১৪ টাকা ৪০ পয়সা। গত রোববার লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়ায় ৩২৯ টাকা ১০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১৪ টাকা ৭০ পয়সা বা ৫৩ দশমিক ৫০ শতাংশ। অবশ্য গতকাল শেয়ারটির দর ২৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ কমেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন