উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন ব্যাংকটির ১ লাখ ৮ হাজার ৯৩৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক বা ব্লক মার্কেট থেকে এ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৮ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে উত্তরা ব্যাংক লিমিটেডের পর্ষদ। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২২ হিসাব বছরে উত্তরা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৯ পয়সায়।