
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায়
৮৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার (১৩ মে) রাত
১০টা পর্যন্ত বন্দর নগরীর বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে এই তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম
বণিক বার্তাকে বলেন, উপকূলের মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।
তাদের শুকনো খাবার ও খিচুড়ি দেয়া হচ্ছে। আমরা
যেকোনো মূল্যে ঝুকিপূর্ণ এলাকার মানুষকে এই আশ্রয়কেন্দ্রে আনার চেষ্টা করছি।
এদিকে আকবর শাহ থানাধীন ফয়েজ লেক সংলগ্ন ঝিল এলাকা থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে
বসবাসকারী দেড় শতাধিক পরিবারকে সরানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ এলাকায় অভিযান চালানো
হয়। রাত ৮টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঝুঁকিপূর্ণ
পাহাড় থেকে লোকজনকে অপসারণ কার্যক্রমের মনিটরিংয়ে যান।