
পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকারবিষয়ক আইন এবং এ-সম্পর্কিত নানা বিষয় জানাতে কর্মশালা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বেলা ১১টায় রাজশাহীতে সংস্থাটির উদ্যোগে ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইন অব রাইট টু ইনফরমেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাজশাহীর পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকারসংশ্লিষ্ট আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তথ্য অধিকার আইনের আলোকে তথ্যপ্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন। প্রেজেন্টেশন উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। —বিজ্ঞপ্তি