দেশের প্রেক্ষাগৃহে যেমন চলছে ‘‌পাঠান’

সাবিহা জামান শশী

পাঠানের দৃশ্যে শাহরুখ খান ছবি: আইএমডিবি

চলতি বছরে শাহরুখ খান অভিনীত বলিউডের বক্স অফিস কাঁপানো সিনেমা ‘পাঠান’। সব জল্পনা-কল্পনা শেষে গতকাল বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

গত মাসেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় প্রথম হিন্দি সিনেমা হিসেবে মুক্তি পেল ‘পাঠান’। দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে এ সিনেমা। পাঠানের আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন এর ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে।

২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পায় পাঠান। 

১ হাজার ৫০ কোটি রুপির বেশি আয় করে বলিউডে নতুন ইতিহাস গড়ে এ সিনেমা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন। মুক্তির কিছুদিন পর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি মুক্তি পায়। এরই মধ্যে বাংলাদেশের অনেক দর্শক এটি দেখেছেন। তা সত্ত্বেও পাঠান নিয়ে বাংলাদেশের শাহরুখ ভক্তদের আলাদা ক্রেজ প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে। গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় শাহরুখের টানে অনেক দর্শক আসছেন। এমনকি পাঠানের পোস্টারের সঙ্গে অনেক ভক্ত ছিলেন ছবি তোলায় ব্যস্ত। এদের মধ্যে ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম বখতিয়ার। চার মাস পেরিয়ে গেলেও পাঠান দেখতে আসা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‌শাহরুখ খানের এ সিনেমা আমি দেখেছি। কিন্তু তার সিনেমা বড় পর্দায় দেখার ইচ্ছা ছিল। সে ইচ্ছা পূরণ করতেই এখন বন্ধুরা মিলে স্টার সিনেপ্লেক্সে আসা।’ 

পাঠানের চাহিদার কথা মাথায় রেখে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী সিনেমা হল অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। প্রথম দিন কেমন সাড়া ফেলছে পাঠান, এ নিয়ে কথা হয় ব্লকবাস্টার সিনেমাসের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘‌আমরা প্রথম সপ্তাহে প্রতিদিন নয়টি শো রেখেছি। দুপুর ১২টা থেকে আমাদের শো শুরু। বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী যে পাঠান বেশ ভালো যাবে। কারণ এটি নিয়ে মানুষের মাঝে ক্রেজ আছে।’

রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হলের তালিকায় সবার ওপরে মধুমিতা। ১৯৬৭ সালে মতিঝিলে এটি নির্মাণ করেছিলেন ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন। শুরু থেকেই হলটি ছিল সিনেমাপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ। দর্শকমুখরতায় একসময় গমগম করলেও এখন হতাশায় আছে এ প্রাচীন প্রেক্ষাগৃহ। মাঝে কয়েক মাস হলটি বন্ধ রাখা হয়েছিল। গতকাল থেকে পাঠানের পাঁচটি শো চলছে মধুমিতায়। প্রথম দিনে পাঠানের অবস্থা জানতে কথা হয় মধুমিতার ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে। তিনি বলেন, ‘‌আমরা সকাল ১০টা থেকে প্রথম শো রেখেছি। সব মিলিয়ে ৫টি শো। পাঠান প্রায় চার মাস আগে মুক্তি পেলেও দর্শক এখনো আসছে সিনেমাটি দেখতে। আমরা আশা করছি দর্শক সংখ্যা আরো বাড়বে।’

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় নতুন করে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। দুই বছরের জন্য পাঁচটি শর্তে উপমহাদেশীয় সিনেমা আমদানির অনুমতি পেলেন দেশীয় প্রযোজক-পরিবেশকরা। শর্ত মেনে পাঠান বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। পাঠান বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটির পরিচালক অনন্য মামুনের সঙ্গে। 

পাঠানের পর আর কোনো সিনেমা আসতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‌আমাদের পরিকল্পনা আছে সালমান খানের ‘‌কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি দেয়ার। আমি সবসময় দেশে উপমহাদেশীয় সিনেমা আমদানি করার পক্ষে ছিলাম। চেষ্টা করি নতুন কিছু করার। দেখা যাক কী হয়।’

সাফটা চুক্তির আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে আটটি হিন্দি সিনেমা মুক্তি পাবে। অন্যদিকে এরই মধ্যে পাঠানের বিপরীতে ভারতে রফতানি করা হয়েছে শাকিব খানের সিনেমা পাঙ্কু জামাই। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। কয়েক বছর ধরে দেশে বেশকিছু সিনেমা সাড়া ফেলেছে। এমনকি কিছু সিনেমা আন্তর্জাতিক মহলেও সমাদৃত হয়েছে। দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এ চুক্তি কতটা লাভবান হয়, এখন সেটাই দেখার পালা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন