মৃত্যুর এক দশক পর মার্কেজের নতুন উপন্যাস

বণিক বার্তা অনলাইন

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ছবি: এপি

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ভক্তদের জন্য সুখবর। আগামী বছর বইয়ের দোকানে শোভা পাবে প্রয়াত লেখকের নতুন উপন্যাস।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এন অ্যাগোস্টো নস ভেমোস শিরোনামের উপন্যাসটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায়, যার ইংরেজি সি ইউ ইন আগস্ট। প্রকাশ করবে পেঙ্গুইন র‌্যানডম হাউস।

লাভ ইন দ্য টাইম অব কলোরা-খ্যাত এ কলম্বিয়ান লেখক ২০১৪ সালে মারা যান। মার্কেজের অসমাপ্ত পাণ্ডুলিপিটি প্রকাশ করা হবে কি না ওই সময় সিদ্ধান্ত নিতে পারেনি পরিবার।

এখন তার দুই ছেলে রদ্রিগো ও গঞ্জালো গার্সিয়া বার্চা এই সিদ্ধান্তে এসেছেন যে, বইটি আগ্রহী পাঠকের পড়া উচিত।

তাদের মতে, সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত প্রচেষ্টা ছিল এন অ্যাগোস্টো নস ভেমোস। যাতে আছে মার্কেজের আবিষ্কারের অসাধারণ ক্ষমতা, ভাষার কাব্যময়তা, মনোমুগ্ধকর আখ্যান, মানুষ সম্পর্কে বোঝাপড়া ও অভিজ্ঞতাসহ অনেক কিছু। আছে প্রেম, সম্ভবত মার্কেজের সব কাজের মূল বিষয়বস্তু এটি।

১৫০ পৃষ্ঠার এন অ্যাগোস্টো নস ভেমোস আনা ম্যাগডালেনা বাচ নামে একটি চরিত্রকে কেন্দ্র করে লেখা। বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত।

প্রকাশকরা বলছেন, গার্সিয়া মার্কেজের মৃত্যুর ১০ বছর পর পুনঃআবিষ্কৃত মাস্টারপিসটি বিশ্বের সামনে নিয়ে আসা একটি ব্যতিক্রমী সম্মান।

হার্ডব্যাক, ই-বুক ও অডিও সংস্করণে প্রকাশ হবে এন অ্যাগোস্টো নস ভেমোস। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন