আগামীকাল থেকে লেনদেনে ফিরছে ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে লেনদেনে ফিরতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গত বুধবার রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইবিএলের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩১ মে বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বুধবার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন