পেট্রলচালিত গাড়ির তুলনায় ইভি মূল্য হারাচ্ছে দ্বিগুণ গতিতে

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের সেরা সব মডেলের বিদ্যুচ্চালিত গাড়িগুলোর (ইভি) দাম পেট্রলচালিত গাড়ির তুলনায় কমে যাচ্ছে প্রায় দ্বিগুণ গতিতে। এমন অবমূল্যায়নে বছরে বড় অংকের লোকসানের মুখে পড়ছেন ইভি নির্মাতারা।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক খবরে বলা, আগের তুলনায় বিদ্যুচ্চালিত যানবাহনের দাম ২০২০-২৩ সালের মধ্যে ৩৯ শতাংশ কমে গেছে, পেট্রলচালিত গাড়ির দাম একই সময়ে কমেছে ৩০ শতাংশ। চুজ মাই কার ওয়েবসাইটে ব্যবহৃত গাড়ির দামের তুলনা করতে গিয়ে এমন চিত্র উঠে এসেছে।

সরকারি বেশকিছু পদক্ষেপে ব্যবহারকারীরা এখন বিদ্যুচ্চালিত গাড়ির দিকে বেশি ঝুঁকছেন। এর মধ্য দিয়ে ২০৫০ সালের মধ্যে শূন্য নিঃসরণের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। তবে যারা পেট্রলচালিত গাড়ি নিয়ে কাজ করছেন, তাদের তুলনায় যারা পরিবেশবান্ধব বিকল্পের দিকে ঝুঁকছেন, তারা হাজার হাজার পাউন্ড ক্ষতির মুখে পড়ছেন।

বিদ্যুচ্চালিত গাড়ির কিছু জনপ্রিয় মডেলের দাম পেট্রলচালিত গাড়ির তুলনায় কমে গেছে প্রায় দ্বিগুণ। ২০২০ সালে একজন গ্রাহক বিদ্যুচ্চালিত বিএমডব্লিউ কিনেছিলেন ৩৯ হাজার পাউন্ডে, এখন তিনি তার গাড়ি বিক্রি করতে পারবেন ১৩ হাজার ৯০০ পাউন্ডে। যেটা কমে এসেছে ৬৪ শতাংশ।

যা-ই হোক, পেট্রলচালিত গাড়িগুলোর দাম তাদের মূল দামের তুলনায় বেশ ভালো অবস্থানে থেকেছে। নতুন পেট্রলচালিত বিএমডব্লিউ৩ সিরিজের দাম তিন বছর আগে পড়ত ৩২ হাজার পাউন্ড, এখন সেগুলোর দাম ২২ হাজার ৩৬০ পাউন্ড। এটিও কমে এসেছে ৩০ শতাংশ।

চুজ মাই কার জানিয়েছে, বিদ্যুচ্চালিত গাড়ির দাম তিন বছর আগের তুলনায় কমে গেছে ১৫ হাজার পাউন্ড, যা আগে ছিল ৩৮ হাজার ৬০০ পাউন্ড। এর তুলনায় পেট্রলচালিত গাড়ির দাম কমেছে ৯ হাজার ৯০০ পাউন্ড। শুরুতে এর দাম ছিল ৩২ হাজার ৭০০ পাউন্ড।

পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য কার এক্সপার্টের স্টুয়ার্ট ম্যাসন বলেন, ‘‌প্রথম দিকে বিদ্যুচ্চালিত গাড়ি গ্রহণকারীরা অনেক বেশি দাম দিয়েছেন। যারা গাড়ির জন্য অগ্রিম বেশি মূল্য দিয়ে রেখেছেন তারা হঠাৎ দাম কমে যাওয়ার মুখে পড়েছেন। এর মাধ্যমে তারা একটি দ্বিমুখী চাপের মধ্যে পড়েছেন।’

সরকারের শূন্য নিঃসরণ নীতিই এর কারণ। ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য রয়েছে দেশটির। ২০৩০ সালের মধ্যে নতুন পেট্রলচালিত গাড়ির বিক্রি নিষিদ্ধ করে দেবে সরকার। এ সময়ের মধ্যে গাড়ি প্রস্তুতকারকদের শূন্য নিঃসরণ করা যানবাহন বিক্রি করতে হবে। সরকারের এ সিদ্ধান্তের কারণে সস্তায় সেকেন্ড হ্যান্ড বিদ্যুচ্চালিত গাড়িতে সয়লাব হয়ে গেছে পুরো বাজার। উদাহরণ হিসেবে টেসলার মডেল এসের কথা বলা যায়। ২০২০ সালে নতুন টেসলার মডেল এসের গড় দাম ছিল ৭৫ হাজার, বর্তমানে সেটা ৪০ হাজার পাউন্ড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন