
সাকাতা ইঙ্কস করপোরেশন জাপানভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ কালি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থাপন করেছে তাদের তৃতীয় কারখানা। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কোম্পানিটিকে সেই কারখানা স্থাপনের জন্য ২০১৯ সালে পাঁচ একর জমি বরাদ্দ দেয়া হয়। সাকাতা এরই মধ্যে ১৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সেখানে —এস কে ছাবরা