পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আগামীকাল বেলা ৩টায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য পর্ষদ সভা আহ্বান করেছিল। তবে গতকাল কোম্পানিটির পক্ষ থেকে এ সভা স্থগিত করার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির কাছে পর্ষদ সভা স্থগিতের কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তবে ২০১৯ হিসাব বছর থেকেই আর্থিক প্রতিবেদন অনুমোদন না হওয়ার কারণে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারছে না। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ২০২০, ২০২১ ও ২০২২ হিসাব বছরের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদনও প্রকাশ করেনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
এ বিষয়ে জানতে চাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জেয়াদ রহমান বণিক বার্তাকে বলেন, ‘পারিবারিক ব্যবসায় সময় দিতে আমাদের পর্ষদের একজন স্বতন্ত্র পরিচালক সাকিব আজিজ চৌধুরী তার পরিবারসহ চট্টগ্রামে স্থানান্তরিত হয়েছেন। এ কারণে তিনি পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে আইডিআরএ থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে পর্ষদে পরিবর্তনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমোদনসাপেক্ষে কার্যকর করতে হবে। অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। স্বতন্ত্র পরিচালক পরিবর্তন না করে পর্ষদ সভার আগে আমরা নিরীক্ষা কমিটির সভা করতে পারছি না। তাই বাধ্য হয়ে পর্ষদ সভা স্থগিত করতে হয়েছে।’
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির পরিপ্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করা হয়। পাশাপাশি আইডিআরএ কর্তৃক নিয়োগ করা প্রশাসক মো. কুদ্দুস খানকে প্রত্যাহার করা হয়। পুনর্গঠিত পর্ষদকে বেশকিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেয়া হয় সে সময়।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৩৩ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৩ দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৪৩ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১০ টাকা ও ১৭২ টাকা ৫০ পয়সা।