কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে জেমিনি সি ফুডের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ মার্চের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে জেমিনি সি ফুডের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৫৬ টাকা ৭০ পয়সা। গতকাল লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০৮ টাকা ৩০ পয়সা বা ৪৫ দশমিক ৬১ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৩০ মার্চ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। এদিন মোট ৯ লাখ ৯ হাজার ৬১৯টি শেয়ার হাতবদল হয়েছে। এরপর ৪ এপ্রিল সর্বোচ্চ ৭ লাখ ৯৫ লাখ ৩৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটির ২ লাখ ৮৩ হাজার ১৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। 

২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন