ফটোগ্রাফি ক্লাব

বাবার পুরনো ফিল্ম ক্যামেরাই রাজিবের অনুপ্রেরণা

একটি ছবি হাজারো গল্প বলে। ছবি তোলার কারিগরের জীবনজুড়েও থাকে হরেক রকম গল্প। তেমনই একজন আলোকচিত্রী মো. রাজিবুল ইসলাম। ছোটবেলা থেকেই বাবার পুরনো ফিল্ম ক্যামেরার প্রতি ছিল তার অপার কৌতূহল।৷ ফিল্ম টেনে টেনে ছবি তোলার বিষয়টা তাকে বরাবরই রোমাঞ্চিত করত। ঘণ্টার পর ঘণ্টা অবাক হয়ে তাকিয়ে থাকত ফটোগ্রাফারের তোলা কোনো ছবির দিকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রহ বাড়তেই থাকে। ২০১৬ সালে ছবিতে চট্টগ্রাম আয়োজিত ‌ছবিয়ালের চোখে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীতে পুরস্কার জিতে সফলতার মুখ দেখেন তিনি। এরপর ২০১৮ সালে আন্তঃসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা এবং ২০২০ সালে জোশলাইফ শীতকালীন মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে পান পুরস্কার। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মো. রাজিবুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। এ সংগঠনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের নবীন আগ্রহী শিক্ষার্থীদের ছবি তুলতে অনুপ্রাণিত করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন