মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি

সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনে উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : এমএফসি

বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। আজ বৃহস্পতিবার ( ৩০ মার্চ ) সকালে এক বিবৃতিতে এ বিষয়ে মন্তব্য করা হয়।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, আমরা মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) নিম্নস্বাক্ষরকারী সদস্যদেশসমূহ বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর সহিংসতা, আল জাজিরার লন্ডন-ভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। 

বিবৃতিতে আরো বলা হয়, আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন