দ্বিতীয় সিজনে কমছে হাউজ অব দ্য ড্রাগনের পর্ব

বণিক বার্তা অনলাইন

ছবি: এইচবিও

স্বাভাবিকের চেয়ে কম ব্যাপ্তি নিয়ে আসছে গেম অব থ্রোনস-এর প্রিক্যুয়েল হাউজ অব দ্য ড্রাগন-এর দ্বিতীয় সিজন। আট পর্বে শেষ হবে এইচবিও ম্যাক্সের অতিপ্রতীক্ষিত এই সিরিজ। খবর দ্য র‌্যাপ।

সম্প্রতি নিজেদের কার্যক্রমে কাটছাঁটের পদক্ষেপ নিয়েছে এইচবিওর মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস. ডিসকোভারি। এর মাঝেই হাউজ অব দ্য ড্রাগন-এর পর্ব কমার খবর এল।

তবে সিরিজটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, শুধু গল্পের খাতিরে এই সিদ্ধান্ত এসেছে। এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত নয়। অবশ্য এইচবিও সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

পর্ব কমানোর খবরটি প্রথম প্রকাশ করে ডেডলাইন। সেখানে বলা হয়, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা রয়েছে। দ্রুত তৃতীয় সিজন আনার বিষয়টিও যুক্ত।

২০২২ সালের শেষ দিকে একের পর এক শো বাতিল বা অপসারণের ঘোষণা দেয় এইচবিও ম্যাক্স। ওই সময়ে ১০ পর্বের হাউজ অব দ্য ড্রাগন-এর সফল প্রিমিয়ার প্ল্যাটফর্মটিকে ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে। এর পরপরই আসে পরবর্তী সিজনের ঘোষণা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন