জাল সনদে পিজিসিবিতে চাকরি

তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদপত্র তৈরি করে চাকরি নেয়ার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জুনিয়র তড়িৎবিদ মো. শামছুর রহমানসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক নিশ্চিত করেছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন পিজিসিবির জুনিয়র তড়িৎবিদ হিসেবে নিয়োগ পাওয়া মো. শামছুর রহমান, ঝিনাইদহের শৈলকুপার বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান ও শৈলকুপার ৫ নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সালাউদ্দিন জোয়াদ্দার মামুন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন