সামাজিক সুরক্ষার সুফল সবাই পাচ্ছে না: রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক সুরক্ষার সুফল সবাই সমানভাবে পাচ্ছে না বলে জানিয়েছেন রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, ‘‌আমরা এমনও শুনেছি যে টাকা পাওয়ার আগেই সে টাকা অন্য কেউ উঠিয়ে নিয়ে গেছে। এ ধরনের নানা অভিযোগ রয়েছে। সামাজিক সুরক্ষায় বিরাজমান সমস্যাগুলো সমাধান করার জন্য প্রয়োজন ডাটাবেজ তৈরি করা ও জনবল বৃদ্ধিতে গুরুত্ব দেয়া।’

ওয়েভ ফাউন্ডেশন ও এশিয়া ফাউন্ডেশনের সমন্বয়ে ‘সামাজিক সুরক্ষা কর্মসূচির নীতিগত সংস্কার সম্পর্কিত পলিসি কনফারেন্স’-এ এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ শাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মীসহ অন্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘‌ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার দিক দিয়ে আমরা সমস্যায় আছি। এ সমস্যা সমাধানে নেয়া প্রকল্পগুলোও বাস্তবায়নের পেছনে কাজ করছে নানা প্রতিবন্ধকতা। মূল্যবোধের অবক্ষয় ও বিচারহীনতা তেমনই অন্যতম দুটি প্রতিবন্ধকতা। সেজন্য লক্ষ্যভুক্তদের সুবিধাগুলো তদারকি করা, মনোজাগতিক সমস্যা দূর করা, সামগ্রিক তদারকি বাড়ানোর মতো বিষয়গুলোয় গুরুত্বারোপ করতে হবে।’

ড. আসিফ শাহান পলিসি কনফারেন্সে প্রবন্ধের আলোকে সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘‌সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উত্তরণে এনএসএসএস নিঃসন্দেহে একটি ভালো কৌশল। তবে এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের বাছাই প্রক্রিয়া সুষ্ঠু নয়। এছাড়া সুবিধাগুলো বণ্টনে অনিয়ম ও অপব্যবহার রয়েছে। ’

সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে বাস্তবায়নাধীন এসব কার্যক্রমের যথাযথ মনিটরিং হয় না; পাশাপাশি নির্দিষ্ট সময়ের পরে উপকারভোগীদের অবস্থার মূল্যায়ন এবং মূল্যায়নের পরিপ্রেক্ষিতে পরবর্তী পরিকল্পনা প্রণয়নেরও তেমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো/ব্যবস্থা নেই। তাই কত মানুষের দরিদ্র অবস্থার উন্নয়ন হলো বা হলো না, তারও কোনো যথাযথ বা সঠিক পরিসংখ্যান নেই।’

তিনি বলেন, ‘‌এ থেকে উত্তরণের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানো, স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়া, সরকার ও এনজিওকে একসঙ্গে কাজ করা এবং ডাটাবেজ তৈরি করা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন