রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে রবি লেকচার থিয়েটারে গতকাল বিকালে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ ও রেজিস্ট্রার সোহরাব আলী উপস্থিত ছিলেন। 

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম বলেন, ‘‌একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ছাড়াও এর অনেক অংশীজন থাকেন। এ কারণে আজকের সভায় বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সুধীজন রয়েছেন। আমাদের কর্মকাণ্ডের মধ্যে ভুল-ত্রুটি হতে পারে। এসব ভুলের কারণে অভিযোগ এলে সেগুলো প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের ক্ষেত্রে অংশীজনদের প্রত্যক্ষ সহযোগিতা থাকা দরকার।’

আলোচনা সভায় স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াহিয়া কলেজের অধ্যক্ষ আবদুল মতিন এবং দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি লাভলু। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন