১৮ শতাংশ কর্মী ছাঁটাই করছে লুসিড

বণিক বার্তা ডেস্ক

ব্যয় সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে ১৮ শতাংশ কর্মী ছাঁটাই করছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা লুসিড গ্রুপ। সম্প্রতি কোম্পানিটি জানায়, কোম্পানি পুরোপুরি ঢেলে সাজানো পরিকল্পনার অংশ হিসেবে ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত। খবর রয়টার্স।

বিলাসবহুল এয়ার সেডানের এ নির্মাতা গত মাসেই গাড়ি নির্মাণ হ্রাসের পূর্বাভাস দিয়েছিল। চতুর্থ প্রান্তিকেও কোম্পানিটিতে প্রত্যাশার চেয়ে কম ক্রয়াদেশ পেয়েছে। 

সিইও পিটার রলিনসন এক বিবৃতিতে জানিয়েছেন, লুসিড গ্রুপের পরিকল্পনা বিষয়ে কর্মচারীদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা রয়েছে। মার্কিন এ প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীরা ছাঁটাইয়ের আওতায় আসবেন। যার মধ্যে নির্বাহীরাও আছেন।

২০২২ শেষে লুসিড গ্রুপের কর্মী ছিল ৭ হাজার ২০০ জন। কর্মীদের পেছনে কোম্পানিটির ২ কোটি ৪০ লাখ ডলার থেকে ৩ কোটি ডলার খরচ হয়। তাই ব্যয় হ্রাসে দ্বিতীয় প্রান্তিকের মধ্যে কর্মী ছাঁটাইয়ের আশা করছে কোম্পানিটি।

শিল্প বিশেষজ্ঞরা বলছেন, টেসলার গাড়ি বিক্রিতে মূল্যহ্রাস ও ইভি মডেলের সহজলভ্যতার কারণে লুসিড ও রিভিয়ান অটোমোটিভ ইনকরপোরেশনের মতো স্টার্টআপগুলো বেকায়দায় পড়েছে। গত মাসে রিভিয়ানও ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন