পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনে রাশিয়ার মহড়া

বণিক বার্তা অনলাইন

ছবি : আল জাজিরা

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ইয়ারস' ও হাজার হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়াকে রাশিয়ার পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। খবর আল-জাজিরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাড়ে তিনশরও বেশি সরঞ্জাম নিয়ে এই মহড়ায় অংশ নিয়েছে তিন হাজারের বেশি সেনাসদস্য।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালে ইয়ারস ব্যবস্থা তিনটি অঞ্চলে রণকৌশল প্রদর্শন করবে। যদিও অঞ্চলগুলোর নাম জানানো হয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তোপল পদ্ধতির বদলে ইয়ারস ক্ষেপণাস্ত্র পদ্ধতিতে যেতে চাইছেন। এটিকে মস্কোর ‘অজেয় অস্ত্র সম্ভারের প্রধান অংশ করার লক্ষ্য নিয়েছে রাশিয়া।

জানা গেছে ইয়ারস ক্ষেপণাস্ত্র কয়েকটি পরমাণু অস্ত্র নিয়ে ১২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি স্বতন্ত্রভাবে আঘাত হানার মতো একাধিক পারমাণবিক বোমা বহনে করতে পারে। এগুলো বহনকারী ট্রাক থেকে অথবা ভূগর্ভস্থ চেম্বার থেকে ছোড়া যায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন