ট্যাং-সেলেক্সট্রার ক্যাম্পেইন

ইফতার আয়োজনে ‘রমজানে ভালো কাজ’

রমজান মাসে ব্যতিক্রমী এক ক্যাম্পেইনের আয়োজন করেছে সেলেক্সট্রা ও ট্যাংয়ের পরিবেশক মন্ডেলেজ বাংলাদেশ। গত ২৩ মার্চ শুরু হওয়া ‘রমজানে ভালো কাজ’ নামের ক্যাম্পেইনটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত

রমজান মাসে ব্যতিক্রমী এক ক্যাম্পেইনের আয়োজন করেছে সেলেক্সট্রা ও ট্যাংয়ের পরিবেশক মন্ডেলেজ বাংলাদেশ। গত ২৩ মার্চ শুরু হওয়া রমজানে ভালো কাজ নামের ক্যাম্পেইনটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

এর মাধ্যমে ঢাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতারের সময় রোজাদারদের মধ্যে ট্যাং অনুদানে উৎসাহিত করা হচ্ছে। ক্যাম্পেইনটি চলবে স্টক থাকা পর্যন্ত।

ক্যাম্পেইনে একজন দাতা দুই কেজির অরেঞ্জ ফ্লেভারের একটি টা্ব সর্বোচ্চ দুইবার দান করতে পারবেন। এ দানের বিশেষ অফারে ১ হাজার ৬৫০ টাকার টাবের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১৯৯ টাকা। এটি পাওয়া যাবে সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে। অনুদানের ট্যাং সেলেক্সট্রা কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।

ক্যাম্পেইনে অংশ নিতে হলে রমজানে ভালো কাজ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে

ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজনে ২৩ মার্চ উপস্থিত ছিলেন মন্ডেলেজ বাংলাদেশ প্রা. লিমিটেডের কান্ট্রি লিড জাহিদ খান, সেলেক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের (আইডিসি) ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজসহ প্রমুখ। 


আরও