রাশিয়ার গম রফতানি মূল্য কমেছে

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার গম খেতে একটি কমবাইন হারভেস্টার ছবি: রয়টার্স

রাশিয়ার গম রফতানি মূল্য কমেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় শস্য কৃষ্ণসাগর দিয়ে রফতানির অনুমতি দেয়ার একটি চুক্তি পুনরায় কার্যকর হওয়ায় গমের মূল্য কমেছে। তবে ইউক্রেনের রফতানি কার্যক্রম বেড়েছে। খবর রয়টার্স।

কৃষি পরামর্শক সংস্থা আইকেএআর জানায়, গত সপ্তাহে রাশিয়ার গমের মূল্য ১২ দশমিক ৫ শতাংশ কমেছে। কৃষ্ণসাগরে গমের মূল্য প্রতি টনে ৫-২৭২ ডলার কম ছিল।

কৃষি পরামর্শক সংস্থা সোভইকন জানিয়েছে, মূল্য কমায় রাশিয়ার চালান বন্ধ করে দেয়ার সম্ভাবনা আপাতত নেই। গত শুক্রবার রাশিয়ার ব্যবসায়িক দৈনিক ভেদোমোস্তি জানিয়েছে, বিশ্বব্যাপী মূল্যহ্রাসের পর রাশিয়া গম ও সূর্যমুখী রফতানি সাময়িক বন্ধ করতে পারে। তবে সোভইকন রফতানি বন্ধ কিংবা ব্যাঘাতের কোনো কারণই দেখছে না।

রাশিয়া ২৪ মার্চ পর্যন্ত ১১ লাখ ৬০ হাজার টন শস্য রফতানি করেছে। যার মধ্যে গম ছিল ৯ লাখ ৭০ হাজার টন, যা এক সপ্তাহের তুলনায় বেশি।

সোভইকন অনুমান করছে, রাশিয়ার গম রফতানি মার্চে ৪৩ লাখ টনে উন্নীত হবে, যা ২০১৮ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন