পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। কোম্পানির সর্বশেষ পর্ষদ সভা থেকে আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ। এ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কোম্পানির পুঞ্জীভূত মুনাফার বাইরে থেকে। এ লভ্যাংশ বিতরণ করে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে চায়, যাতে বাংলাদেশ ও বিশ্ব বীমা বাজারে তাদের অবস্থান শক্তিশালী হয়। ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন