লেনদেন শুরুর প্রথম দিনে গতকাল ২ শতাংশ শেয়ারদর বেড়েছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের। সকাল ১০টায় লেনদেন শুরু হওয়া ব্যাংকটির শেয়ার ২০ পয়সা বেড়ে গতকাল দিনশেষে ১০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ৯ টাকা থেকে ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন ব্যাংকটির মোট ২২ লাখ ৭২ হাজার ৩৯৫টি শেয়ার হাতবদল হয়েছে, যার আর্থিক মূল্য ২ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মিডল্যান্ড ব্যাংকের কর-পররবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৫ কোটি ৪৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৫৮ দশমিক ৪০ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৮০ পয়সা।
এদিকে ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৩৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৬ লাখ টাকা বা ১০ দশমিক ১৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৮ পয়সা।
গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৯ পয়সায়, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা দাঁড়ায় ১২ টাকা ৪৫৯ পয়সায়। আইপিও-পূর্ববর্তী ব্যাংকটির শেয়ার সংখ্যা ছিল ৫৬ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩। আইপিও-পরবর্তী এ শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩-তে।
গত ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। গত বছরের ২১ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়।