
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবনে
বিস্ফোরণের ঘটনায় মো. হাসান নামের আহত আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায়
নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়াল। হাসান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, নোয়াখালীর
বেগমগঞ্জের ওই যুবকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। শরীরে আঘাতের চিহ্নও ছিল। লাইফ
সাপোর্ট ছিলেন তিনি। বিস্ফোরণের ওই ঘটনায় আহত একজন এখনো বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
এর আগে, গত ৭ মার্চ বিকালে রাজধানীর নর্থ সাউথ রোডের ১৮০/১
হোল্ডিংয়ের সাত তলা ক্যাফে কুইন ভবনে বিকট বিস্ফোরণ ঘটলে চারপাশ ধোঁয়া আর ধুলায় ঢেকে
যায়। বিস্ফোরণে ওই ভবনের দুটি ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি
কলাম, স্ল্যাব বিমসহ রিটেইনিং ওয়াল ক্ষতিগ্রস্ত হয়। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের
পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন। ঘটনার দিনেই বিস্ফোরণের
ধ্বংসস্তূপ থেকে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।