সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীতে স্কুলশিক্ষক, ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলছাত্র ও রাজবাড়ীর পাংশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

মেহেরপুর: জেলার গাংনীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলা শহরের কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহর ছেলে ও শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা এলাকায় ইটভাটার মাটিবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের চাচা স্কুলশিক্ষক মাহবুবুর রহমান। আহত মাহবুবুরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তারিকুজ্জামান তারিক কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও সুবর্ণসারা এমএজেএল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সুবর্ণসরা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলচাপায় হালিমা খাতুন (৬৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার গুধিবাড়ী গ্রামে শাহজুঁই (রহ.) মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন পাংশা পৌরসভার গুধিবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন