চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে চট্টগ্রাম- আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জাতীয় সংসদের ২৮৫ নম্বর চট্টগ্রাম- আসনের উপনির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

নোমান আল মাহমুদ চট্টগ্রামের রাজনীতিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি প্রয়াত দুই এমপি মইন উদ্দীন খান বাদল মোছলেম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নোমান আল মাহমুদ বণিক বার্তাকে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ছাড়া আমার আর কিছুই নেই। আমি কখনো রাজনীতি করে টাকার পেছনে ছুটিনি। বঙ্গবন্ধুর আদর্শকে কখনো বিক্রি করিনি। আজকে সেটির মূল্যায়ন হয়েছে। আমি কখনো ভাবিনি এত প্রার্থীর মাঝে বঙ্গবন্ধুর কন্যা আমাকে বেছে নেবেন। আজীবন কৃতজ্ঞ হয়ে গেলাম।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রয়াত নেতা এম কফিল উদ্দিন। পরের ছয়টি নির্বাচনে বিএনপি জাতীয় পার্টির প্রার্থী আসনে প্রতিনিধিত্ব করেন। ২০০৮ সালে আবারো নৌকা প্রতীকে মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মইন উদ্দীন খান বাদল সংসদ সদস্য হন। এরপর ২০১৪ সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৯ সালের নভেম্বর মইন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছলেম উদ্দিন আহমদ মারা গেলে আসনটি আবারো শূন্য হয়।

আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে আগামী ২৭ এপ্রিল। বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম- সংসদীয় আসন। এখানকার ভোটার সংখ্যা লাখ ১৭ হাজার ৬৫২। এর মধ্যে পুরুষ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন নারী লাখ ৫৪ হাজার ১০৯ জন। আসনটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯০টি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন