যুক্তরাষ্ট্রে তৃতীয় মাসের মতো বেড়েছে নতুন বাড়ি বিক্রি

বণিক বার্তা ডেস্ক

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি বিক্রি বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো এ খাতে প্রবৃদ্ধি দেখা গেল। গত বছরের তুলনায় জামানত হার কমায় এবং ক্রেতারা নতুন নির্মিত বাড়ির প্রতি আগ্রহ প্রকাশ করায় বেড়েছে বাড়ি বিক্রির পরিমাণ। খবর সিএনএন বিজনেস।

ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এবং দি ইউএস সেনসাস ব্যুরোর এক যৌথ রিপোর্ট বলছে, মাস হিসেবে ফেব্রুয়ারিতে আবাসন খাত থেকে পাওয়া নানা প্রমাণ অনুসারে সামনের দিনগুলোয় এ বাজার স্থির হতে যাচ্ছে।

২০২২ সালে বন্ধকি হার ৭ শতাংশের ওপরে উঠে যায়, ফেব্রুয়ারিতে তা কমতে শুরু করে। যদিও ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতির মধ্যে তা আবার বাড়তে শুরু করেছে। ৩০ বছরের নির্ধারিত হারের ঋণে গড় বন্ধকি হার অর্ধশতাংশ বেড়েছে ফেব্রুয়ারিতে। 

ক্রেতাদের জন্য জানুয়ারিতে নতুন বাড়ির দাম বেড়েছে। মধ্যবর্তী বাড়ির দাম বেড়ে হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২০০ ডলার, আগের মাসে যেটা ছিল ৪ লাখ ২৭ হাজার ৫০০ ডলার।

আরসিএলসিও রিয়াল এস্টেট কনসালটিংয়ের কেলি ম্যানগোল্ড বলেন, ‘‌বিভিন্ন বাজারে বিদ্যমান বাড়ি আবিষ্কার করা খুবই কম ছিল। ফলে নতুন বাড়িগুলো কম প্রতিযোগিতার মুখে পড়েছে। সম্প্রতি ব্যাংকগুলোর ব্যর্থতার কারণে তৈরি অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্রেতারা নড়বড়ে অবস্থানে পড়ল কিনা তা মার্চের তথ্য সামনে এলে বোঝা যাবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন