বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালিত

বণিক বার্তা ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল: বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অরিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও  খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ। 

সিরাজগঞ্জ: জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য দেন  স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পু‌লিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, ইসলা‌মিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক  আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সোরহাব আলী সরকার প্রমুখ। 

ঝিনাইদহ: শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন প্রমুখ।

ফরিদপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বিপুল ঘোষ। বক্তব্য দেন বিএমএর সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাচিপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এমএ জলিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক, বিএমএর দপ্তর সম্পাদক ডা. শেখ মো. শহিদুল্লাহ, বিএমএ ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. মাহফুজুর রহমান বুলু প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র নাথ, প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন