বগুড়ায় বিচারক প্রত্যাহার করায় অভিভাবকের স্বস্তি

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের ঘটনায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে স্বস্তি ফিরেছে। অভিভাবক মহল বলছে, শিক্ষার্থীদের মাঝে আর কোনো দ্বন্দ্ব না থাকায় তারা শিক্ষায় মনোযোগ দিতে পারবে।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের মেয়ে পড়াশোনা করে। ২০ মার্চ ওই বিচারকের মেয়ের শ্রেণীকক্ষ ঝাড়ু দেয়ার কথা ছিল। তবে মেয়েটি নিজেকে জজের মেয়ে পরিচয় দিয়ে শ্রেণীকক্ষ ঝাড়ু দিতে অস্বীকার করে। এ নিয়ে অন্য সহপাঠীদের সঙ্গে তার বাক্‌বিতণ্ডা হয়। পরে বিচারকের মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তার সহপাঠীদের নিয়ে নানা পোস্ট দেয়। পোস্ট দেয়ার পর চারজন সহপাঠী তার পাল্টা উত্তর দেয়। এ নিয়ে সহপাঠীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন বিষয়টি জেনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ২১ মার্চ অভিভাবকদের ডাকতে বলেন। ২১ মার্চ সকাল ১১টার দিকে প্রধান শিক্ষকের ডাকে ওই চার শিক্ষার্থী ও তাদের অভিভাবক বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সামনে ওই বিচারক তার মেয়ের পক্ষ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে পাঠানোসহ নানা হুমকি দেন। এ ঘটনায় দুজন অভিভাবক বিচারকের পা ধরে মাফ চেয়ে নেন। কিছুক্ষণের মধ্যে পুরো বিদ্যালয়ে ছড়িয়ে যায় অভিভাবকদের মাফ চাওয়ানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের সামনের নবাববাড়ী সড়ক অবরোধ করে ওই বিচারকের শাস্তি দাবি করে। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার কিছু পর আবারো সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন শিক্ষার্থীদের বিচার পাওয়ার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে বিদ্যালয়ের মিলনায়তনে বৈঠকে বসেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্কুলের সাবেক শিক্ষার্থী ও অন্য অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন। এসব ঘটনার পর বগুড়ার সেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার বিচারক রুবাইয়া ইয়াসমিনকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জারি করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন