
আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ মার্চ) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খান গত সপ্তাহে মিরপুরে তার বাড়ির সামনে হামলার শিকার হয়েছে বলে যুক্তরাষ্ট্র দূতাবাস জানতে পেরেছে।
মাহিনুর আহমেদ খানের দ্রুত সুস্থতা কামনা করে শিলার বলেন, আশা করি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে রাজধানীর মিরপুরে জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে।