চীন বাদে অন্যান্য অঞ্চলে বিক্রি বেড়েছে নাইকির

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নাইকির একটি শোরুম ছবি: রয়টার্স

চীনের বাইরে অন্যান্য অঞ্চলে দুই অংকের প্রবৃদ্ধি দেখেছে নাইকি। উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রভিত্তিক ফুটওয়্যার কোম্পানিটির বিক্রি ২৭ শতাংশ বেড়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বেড়েছে ১৭ শতাংশ। এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও লাতিন আমেরিকায় বিক্রি বেড়েছে ১০ শতাংশ। খবর সিএনবিসি।

কয়েক বছর ধরে ডিরেক্ট-টু-কনজিউমার (ডিটিসি) বিক্রয় চ্যানেল শক্তিশালী করার চেষ্টা করছে নাইকি। এর অংশ হিসেবে এক্সপেরিমেন্টাল স্টোর খোলার পাশাপাশি লয়ালটি প্রোগ্রাম চালু করেছে তারা। এর মাধ্যমে তারা ই-কমার্স খাত সম্প্রসারণের দিকে এগোচ্ছে। ডিটিসি চ্যানেলে বিনিয়োগের কারণে নাইকির ব্যয় বেড়েছে, তবে দীর্ঘমেয়াদে তা ফল দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ছুটির মৌসুমের প্রান্তিকে সরাসরি বিক্রি ১৭ শতাংশ বেড়ে ৫৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নাইকি ডিজিটালের বিক্রি ২০ শতাংশ বেড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়া কোম্পানির তৃতীয় প্রান্তিকে নাইকির নিট আয় হয়েছে ১২০ কোটি ডলার। এর আগের বছরের একই প্রান্তিকে যেখানে তাদের আয় হয়েছিল ১৪০ কোটি ডলার। অবশ্য কোম্পানির বিক্রি গত বছরের ১ হাজার ৮৭ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৯ কোটি ডলার। নাইকির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার চীন। কভিড বিধিনিষেধ শিথিল হওয়ায় নিজেদের তৃতীয় বৃহৎ বাজার নিয়ে আশাবাদী নাইকি। গত প্রান্তিকে চীনে নাইকির বিক্রি ৮ শতাংশ কমে ১৯৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। স্ট্রিটঅ্যাকাউন্টের পূর্বাভাস অবশ্য ছিল ২০৯ কোটি ডলারের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন