শ্রমিক ইউনিয়নের দাবিতে স্টারবাকস কর্মীদের বিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

শ্রমিক ইউনিয়ন গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টারবাকস কর্মী ও শ্রমিক প্রতিনিধিরা। প্রতিষ্ঠানের বার্ষিক শেয়ারহোল্ডার মিটিং শুরুর আগে এ বিক্ষোভ সংঘটিত হয়। আসন্ন মিটিংয়ে শ্রমিক ইউনিয়ন ভেঙে দেয়া হবে, এমন আশঙ্কায় কফি বিক্রেতা জায়ান্টটির কর্মীরা এ বিক্ষোভ করছেন বলে জানা গেছে। খবর এপি।

বিক্ষোভে অংশ নেয়া প্রতিনিধিরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের ৪০টি শহরের শতাধিক স্টোরের কর্মীরা কর্মস্থল ত্যাগ করেছেন। যদিও বিক্ষোভের ব্যাপকতা নিয়ে একমত নয় কফি চেইন জায়ান্টটি। প্রতিষ্ঠানটি বলছে, দেশজুড়ে প্রায় সব কফিশপ খোলা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কত কফিশপ বন্ধ হয়েছে তা জানানো হয়নি।

প্রতিষ্ঠানটির শ্রমিক ইউনিয়ন স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেডের নেতৃত্বে বিক্ষোভটি সংঘটিত হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বার্ষিক শেয়ারহোল্ডারদের মিটিংয়ের আগে বিক্ষোভটি সংঘটিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের নতুন সিইও লক্ষ্মণ নরসিমহানের কাছে শ্রমিকদের ইউনিয়নাইজ বা সংগঠিত হওয়ার প্রতি সহায়ক হওয়ার আহ্বান করা হয়েছিল। শ্রমিক অধিকার রক্ষায় কোম্পানির প্রতিশ্রুতি মূল্যায়ন করতে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি সংগঠনটির।

এক লিখিত বিবৃতিতে সিয়াটলে কর্মরত স্টারবাকস কর্মী সারাহ পাপিন বলেন, ‘আমার মতো বারিস্তারা (পরিবেশনকারীরা) স্টারবাকসের দোকানগুলোকে সচল রাখে। আমরা আমাদের গ্রাহকদের নিয়মিত অর্ডারগুলো মনে রাখি, খাবার পরিবেশন করি, ময়লা পরিষ্কার করি। আমাদের গ্রাহকদের জন্য চমৎকার অভিজ্ঞতা উপহার দিই। স্টারবাকসকে আমাদের সংগঠিত হওয়ার অধিকারকে সম্মান করতে হবে। আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।’ 

২০২১ সালের শেষ দিকে কফি রিটেইল জায়ান্টটির মালিকানাধীন কমপক্ষে ২৮০টি স্টারবাকস দোকান শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়েছে। শ্রমিকরা যাতে আরো ভালো মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা বা যথাযথ সময়সূচি এবং নিরাপদ কর্মসংস্থান পায় সে বিষয়ের নিশ্চয়তা চাইছে। 

কফি রিটেইলারটি বরাবরই শ্রমিক ইউনিয়নের বিরোধিতা করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, স্টারবাকস এরই মধ্যে কর্মীদেরকে রেস্তোরাঁ খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। কোম্পানি যখন কর্মীদের সঙ্গে সরাসরি কাজ করে তখন শপগুলো আরো ভালো অবস্থানে থাকে। তবে বিক্ষোভকারীরা বলছেন, স্টারবাকসের প্রদেয় সুবিধার জন্য শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে হয়।

উভয় পক্ষই মার্কিন শ্রমিক অধিকারবিষয়ক সংস্থা ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডে একে-অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে। গত সপ্তাহে এ বিষয়ে একটি রায় দেন দেশটির এক শ্রম আদালত। নিউইয়র্কের বাফালোতে শ্রমিক সংগঠনের দাবিতে আন্দোলনের সময় শতবার মার্কিন শ্রম আইন লঙ্ঘন করেছে স্টারবাকস। সাত বরখাস্ত কর্মীকে পুনরায় নিয়োগ দিতে স্টারবাকসকে নির্দেশ দিয়েছিলেন বিচারক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন